আমরা যারা বিগিনিয়ার তাদের ডকুমেন্টেশন পড়ার প্রতি একটা অনীহা কাজ করে। সেটা স্বাভাবিক। কারণ একে তো ইংরেজি, তার উপর ধৈর্য ধরে পড়াটা অনেক কষ্টের। আমরা করি কি? ভিডিওর পর ভিডিও দেখি। টিউটোরিয়ালের উপর টিউটোরিয়াল দেখি। দেখা যায় এক জায়গা থেকে দেখে শেখার পর যখন অন্য কোনো টিউটোরিয়াল দেখে আমরা কোনো প্রজেক্ট করতে যায় তখন আমাদের বুঝতে কিছুটা কষ্ট হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে জায়গা থেকে শিখেছি সেখানে সেই টপিকটা শেখানো হয়নি। আর আমরা তো ডক পড়বো না। সুতরাং ওটা অজানাই থেকে গেল। পরে প্রতি ক্ষেত্রে হোঁচট খেতে হয়।
কিন্তু আপনি যখন ডকুমেন্টেশন দেখে দেখে শিখবেন তখন আপনার সামনে ঐ ল্যাঙ্গুয়েজের সব টপিকই থাকবে। আপনার সব মনে রাখার প্রয়োজন নেই। জাস্ট একবার ভালভাবে পড়ে প্র্যাকটিস করুন। পরে যে জায়গা থেকেই আপনি প্রজেক্ট টিউটোরিয়াল দেখেন না কেন কিছুই নতুন মনে হবে না। এই অভ্যাসটা গড়ে তোলা খুব জরুরী। কারণ কারো পক্ষেই ১০০% শেখানো সম্ভব না। তাই আপনার জন্য ডকুমেন্টেশনে সব দেয়া আছে। আপনি আলস্যের কারণে ডক না পড়ে ভিডিও দেখতে থাকলে শুধু দেখতেই থাকবেন আজীবন। আপনার আর শেখা হবে না। তাই ডকুমেন্টেশন পড়াটা অনেক জরুরী। এই অভ্যাস গড়ে উঠলে আপনার জন্য যেকোনো কিছু শেখাটা খুব সহজ হয়ে উঠবে। তখন আর টিউটোরিয়াল কারটা ভাল, কোথায় ভাল রিসোর্স পাবো এসব নিয়ে ভাবতে হবে না। জাস্ট ডকুমেন্টেশন দেখে দেখেই শিখতে পারবেন। বর্তমান বিশ্বে প্রোগ্রামিং শেখার জন্য দুইটি awesome ওয়েবসাইট আছে। এক নাম্বার হলো w3schools, আর অন্যটা হলো MDN।
এই দুইটা সাইট হচ্ছে প্রোগ্রামিং এর আদর্শ লিপি। আপনি বড় বড় রচনা তখনই লিখতে পারবেন যখন এই আদর্শ লিপি ভালভাবে পারবেন। আমি গুছিয়ে লিখতে পারি না। জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। নিজের ব্যাসিক ক্লিয়ার করার জন্য এই দুই সাইটের যেকোনো একটা থেকে ভালভাবে আগে শিখেন। আমার পার্সোনাল রিকমেন্ডেশন বিগিনিয়ারদের জন্য হলো w3schools। এরপর যে টপিকে সমস্যা হয় ওটার উপর বিভিন্ন টিউটোরিয়াল দেখেন। আমরা ছোট থাকতে কিন্তু স্কুলে গিয়েই লেখা শিখি নাই। ঘরে আগে লেখা শেখাতেন আমাদের বাবা মায়েরা। এরপর স্কুলে ভর্তি করাতেন। সেরকম আগে নিজে কিছু শিখেন। তারপর টিউটোরিয়াল দেখেন। দেখবেন ভালভাবেই শিখতে পারবেন। এটা একান্তই আমার অভিমত। সবার লার্নিং পাথ বা লার্নিং প্রসিডিউর এক না। দিন শেষে কতটুকু শিখলেন সেটাই ব্যাপার। তবে ডকুমেন্টেশন পড়া অভ্যাস গড়ে তুলুন। লাভবান হবেন।
হ্যাপি লার্নিং 😊